ছাত্র মজলিসের সিলেট মহানগর ও শাবিপ্রবিসহ বিভিন্ন ইউনিট পুনর্গঠন

প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২১

ছাত্র মজলিসের সিলেট মহানগর ও শাবিপ্রবিসহ বিভিন্ন ইউনিট পুনর্গঠন

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতির ২নং বার হলে সংগঠনের সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মনির হোসাইন।

সিলেট পশ্চিম জেলা সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট পূর্বজেলা সভাপতি মুহাম্মদ এনামুল ইসলাম ও শাবিপ্রবি সভাপতি জাকারিয়া হোসাইন জাকিরের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশের শুরুতে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খেলাফত মজলিস সিলেট মহানগর সহ সাধারণ সম্পাদক মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী।

বার্ষিক সহযোগী সদস্য সমাবেশে সংগঠনের সিলেট মহানগর সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২১-২০২২ সেশনের জন্য সিলেট মহানগর সভাপতি পুনঃ নির্বাচিত হন সাইফুল ইসলাম জলিল ও সেক্রেটারি পুনঃ মনোনীত হন লিটন আহমদ জুম্মান, সিলেট পশ্চিম জেলা সভাপতি পুনঃমনোনীত হন মুহাম্মদ ফখরুল ইসলাম ও সেক্রেটারি মনোনীত হন মুজ্জাম্মিল হক, সিলেট পূর্বজেলা সভাপতি পুনঃ মনোনীত হন মুহাম্মদ এনামুল ইসলাম ও সেক্রেটারি পুনঃ মনোনীত হন রুহুল আমীন, এবং শাবিপ্রবি’র সভাপতি পুনঃ নির্বাচিত হন জাকারিয়া হোসাইন জাকির ও সেক্রেটারি মনোনীত হন ইমরুল কায়েস নাহিদ।

দায়িত্বশীল নির্বাচন কার্যক্রম পরিচালনা ও নির্বাচিত মনোনীত সভাপতিদের শপথ বাক্য পাঠ করান সমাবেশের প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মনির হোসাইন।

সমাবেশের সমাপনী অধিবেশনে কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম জলিলের সভাপতিত্বে এবং সিলেট পশ্চিম জেলা সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ এনামুল ইসলাম এবং শাবিপ্রবির সভাপতি জাকারিয়া হোসাইন জাকির এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মনির হোসাইন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মনসুরুল আলম মনসুর, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও পাঠাগার সম্পাদক আফজাল হোসাইন কামিল, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমান, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট শহর সভাপতি এডভোকেট মুহাম্মদ ফজর আলী, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট শহর সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট পূর্ব জেলা সাবেক সভাপতি মাওলানা দিলওয়ার হোসাইন, খেলাফত মজলিস জেদ্দা মহানগরীর সাবেক পরিচালক মাওলানা শাহিদুর রহমান, সিলেট পশ্চিম জেলা সাবেক সভাপতি হাফিজ মাওলানা জুবায়ের আহমদ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সাবেক সেক্রেটারী মুহাম্মদ খায়রুল ইসলাম।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট