মোগলাবাজারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু !

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২১

মোগলাবাজারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু !

মঈন উদ্দিন : দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার তিরাশি গ্রাম এলাকায় খোকন মিয়া (২৭) এর স্ত্রী রুমি বেগম (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটেছে।

২২ সেপ্টেম্বর বুধবার বিকালে আনুমানিক ৫ টার সময় তার শ্বশুর বাড়ির ঘরের তীরে ফাঁস লেগে গৃহবধুর আত্মহত্যার ঘটনাটি ঘটে বলে জানা যায়।

এলাকাবাসী জানান চাচাতো ননদ অনেক ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে এ সময় ঘরের ভেতরে রুমি বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে রুমি বেগমকে উদ্ধার করে। এরপর তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এরপরই হাসপাতাল থেকে উধাও হয়ে যান স্বামী খোকন মিয়া। খোকনের সঙ্গে আসা লোকদেরও খুঁজে পাওয়া যায়নি হাসপাতালে।

এদিকে গৃহবধূর ছোট ভাই জুনেদ আহমদ বলেন আমার বোন আত্মহত্যা করতে পারেন না, স্বামীর নির্যাতনেই তিনি মারা গেছেন। কিছুদিন আগেও বোনকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন ভগ্নিপতি। পুলিশ তদন্ত করলেই কি ঘটেছিল বেরিয়ে আসবে ইনশাআল্লাহ।

গৃহবঁধু রুমী বেগমের বাবার বাড়ি সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের সাহেব বাজার এলাকায়।

এই বিষয়ে পরবর্তি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।


মিডিয়ার সাথে কথা বলছেন মৃতের ভাই জুনেদ আহমদ