এসএমপিতে কিআরটি ও ইআরটি’র যাত্রা শুরু

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১

এসএমপিতে কিআরটি ও ইআরটি’র যাত্রা শুরু

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর উদ্যোগে কুইক রেসপন্স টিম (কিউআরটি) ও এক্সপাটরিয়েট রেসপন্স টিম (ইআরটি) এর যাত্রা শুরু হয়েছে। প্রাত্যহিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা রক্ষার্থে বিভিন্ন টহল ডিউটির পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে দ্রুততম সময়ে যে কোন স্থানে আইনানুগ সেবা দেয়ার কিআরটি এবং েেমট্রোপলিটন এলাকায় প্রবাসীদের ভূমি ও সম্পত্তি নিরাপত্তায় দ্রুততম সময়ে আইনানুগ অভিযান পরিচালনায় গঠন করা হয়েছে ইআরটি টিম। দুটি টিমকেই সংযোজন করা হয়েছে এসএমপি কার্যালয়ে। সোমবার তাদেরকে আনুষ্ঠানিকভাবে কিআরটি ও ইআরটি জ্যাকেট প্রদান করা হয়। এসএমপি কমিশনার মো: নিশারুল আরিফ এ দুটি টিম সংযোজনের মূল উদ্যোক্তা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) তোফায়েল আহমেদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এবং মিডিয়া) বি.এম.আশরাফ উল্যাহ তাহেরসহ এসএমপির ০৬ টি থানার অফিসার ইনচার্জবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট