২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর উদ্যোগে কুইক রেসপন্স টিম (কিউআরটি) ও এক্সপাটরিয়েট রেসপন্স টিম (ইআরটি) এর যাত্রা শুরু হয়েছে। প্রাত্যহিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা রক্ষার্থে বিভিন্ন টহল ডিউটির পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে দ্রুততম সময়ে যে কোন স্থানে আইনানুগ সেবা দেয়ার কিআরটি এবং েেমট্রোপলিটন এলাকায় প্রবাসীদের ভূমি ও সম্পত্তি নিরাপত্তায় দ্রুততম সময়ে আইনানুগ অভিযান পরিচালনায় গঠন করা হয়েছে ইআরটি টিম। দুটি টিমকেই সংযোজন করা হয়েছে এসএমপি কার্যালয়ে। সোমবার তাদেরকে আনুষ্ঠানিকভাবে কিআরটি ও ইআরটি জ্যাকেট প্রদান করা হয়। এসএমপি কমিশনার মো: নিশারুল আরিফ এ দুটি টিম সংযোজনের মূল উদ্যোক্তা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) তোফায়েল আহমেদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এবং মিডিয়া) বি.এম.আশরাফ উল্যাহ তাহেরসহ এসএমপির ০৬ টি থানার অফিসার ইনচার্জবৃন্দ।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D