নবীগঞ্জ ও মাধবপুরে বিজয়ী বিএনপি’র প্রার্থী

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১

নবীগঞ্জ ও মাধবপুরে বিজয়ী বিএনপি’র প্রার্থী

হবিগঞ্জের নবীগঞ্জ ও মাধবপুরের পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। নবীগঞ্জ টানা দ্বিতীয়বারের মতো ছাবির আহমদ চৌধুরী এবং মাধবপুরে হাবিবুর রহমান মানিক বিজয়ী হয়েছেন।
নবীগঞ্জে ১৬৭ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীকে পরাজিত করে বিজয়ী হন ছাবির আহমদ চৌধুরী। ছাবির আহমদ চৌধুরীর প্রাপ্ত ভোট ৫ হাজার ৭৪৫। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর প্রাপ্ত ভোট ৫ হাজার ৪৮৫। ২৬০ ভোটের ব্যবধানে এগিয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হন ছাবির আহমদ চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী মাহবুব আলম সুমন জগ প্রতীকে ২৬১৯ ভোট পেয়েছেন।
এদিকে, হবিগঞ্জের মাধবপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী হাবিবুর রহমান মানিক ৫ হাজার ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী পংকজ কুমার সাহা (নারিকেল গাছ)প্রতিক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১ শ ৮৫ ভোট। মাধবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মনিরুজ্জামান শনিবার রাতে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ফলাফল ঘোষণা করেন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট