জনগণকে বোকা বানিয়ে বড় বাজেটের ফাঁপা আওয়াজ : ফখরুল

প্রকাশিত: ২:৫২ পূর্বাহ্ণ, জুন ১, ২০১৭

জনগণকে বোকা বানিয়ে বড় বাজেটের ফাঁপা আওয়াজ : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে বোকা বানানোর জন্য ফুলিয়ে ফাপিয়ে বড় বাজেটের নামে ফাঁপা আওয়াজ দিচ্ছে সরকার। এই বাজেট বাস্তবায়ন করা সম্ভব হবে না।

জিয়াউর রহমানের ৩৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে ১৫ দিনব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি।

কর্মসূচির দ্বিতীয় দিনে বুধবার রাজধানীর উত্তরায় দুঃস্থ ও অসহায়দের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ কালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, জ্বালানিখাতে সরকারের দুর্নীতির বোঝা জনগণের কাঁধে চাপাতেই গ্যাসের মূল্যবৃদ্ধি করা হচ্ছে।

বিএনপি নেতাকর্মীদের জেলে পুরে, মামলায় ব্যস্ত রেখে সরকার নির্বাচনে ফায়দা নিতে চায় বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট