দোয়ারাবাজারে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫

দোয়ারাবাজারে বজ্রপাতে যুবকের মৃত্যু

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) ভোর রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবক সাইদুল ইসলাম (২৩) ওই গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুল মান্নানের ছেলে।

জানা যায়, নিহত সাইদুল ইসলাম কৃষি কাজ করতেন। তার নববিবাহিত স্ত্রী রয়েছেন। কয়েক মাস আগে তিনি বিয়ে করেন। দুই ভাই দুই বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন। তার মৃত্যুতে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার শেষরাতে হঠাৎ করে দোয়ারাবাজার উপজেলায় প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামের সাইদুল ইসলাম রোজা রাখার উদ্দেশ্যে সেহেরী খেয়ে বাড়ির উঠানে নলকূপে গেলে হটাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট