ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংকের কর ফাঁকির তদন্ত শুরু

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৭

ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংকের কর ফাঁকির তদন্ত শুরু

গ্রামীণ ব্যাংকের নামে কর সুবিধা নেয়ার অভিযোগ ওঠেছে ড. মুহাম্মদ ইউনূস ও তার বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংক বিষয়ে তদন্ত শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে গ্রামীণ ব্যাংকের নামে ড. মুহাম্মদ ইউনূসের বিভিন্ন প্রতিষ্ঠানের কর সুবিধা নেয়ার অভিযোগ তদন্ত করা হচ্ছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ড. ইউনূসের কর সুবিধা নেয়ার বিষয় তদন্ত করা কঠিন বিষয়। তিনি গ্রামীণ ব্যাংকের নামে সব প্রতিষ্ঠানে কী নিয়েছেন?

তিনি বলেন, তিনি(ড.ইউনুস) কর সুবিধা নিয়েছেন, যা অবৈধ। এটি নিয়ে তদন্ত চলছে, আপাতত আর কিছু বলার নেই’।

ড. ইউনূস ও তার মালিকানাধীন সাতটি সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে ২০১৩ সালে নোটিশ পাঠিয়েছিল এনবিআর। তা এখনো নিষ্পত্তি হয়নি।