২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৬
সোমবার সকাল ১১টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করে বিক্ষোব্ধ শিক্ষার্থীরা। বিকেল সোয়া ৩ টায় এই প্রতিবেদন লিখা পর্যন্ত ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগানে-স্লোগানে নিজেদের অভিযোগ ও দাবি তুলে ধরছেন।
প্রশাসনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কলেজ কর্তপক্ষ তাদের কাছ থেকে ফি আদায় করলেও ছাত্রাবাস-কলেজের উন্নয়ন নেই, পরিবহন সেবার নামে ফি নিলেও নেই কোন পরিবহন ব্যবস্থা। তাছাড়া ক্যাম্পাস এলাকায় পর্যাপ্ত নিরাপত্তারক্ষী না থাকায় নিরাপত্তাহীনতায় রয়েছেন তারা। ফলে বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা সিলেটভিউকে বলেন, ‘দাবি দাওয়া নিয়ে কলেজের ছাত্ররা বিক্ষোভ করছে। আমাদের টিম ঘটনাস্থল ঘুরে এসেছে। এ ব্যাপারে অধ্যক্ষের সাথেও কথা হয়েছে। বিষয়টি তারা সমাধানের চেষ্ঠা করছেন বলেও জানিয়েছেন অধ্যক্ষ।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D