সুনামগঞ্জে ৭ প্রার্থীকে জরিমানা

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৬

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ৭ জন সদস্য প্রার্থীর নিকট থেকে জনপ্রতি পাচঁ হাজার টাকা করে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার বিকেলে জগন্নাথপুর পৌরশহরে ভ্রাম্যমান আদালতের একটি দল অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

যাদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে তারা হলেন, জেলা পরিষদের ১০ নং ওয়ার্ডে সদস্য প্রার্থী নুরুল আমিন পাচঁ হাজার, ইমদাদুর রহমান পাচঁ হাজার, আব্দুল জব্বার পাচঁ হাজার, মাহতাউল হাসান সমুজ পাচঁ হাজার, ১১ নং ওয়ার্ড সদস্য আবুল হোসেন লালন পাচঁ হাজার ও সৈয়দ ছাব্বির মিয়া পাচঁ হাজার টাকা ও সংরক্ষিত ৪ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী সাবিনা সুলতানাকে পাচঁ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সুনামগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন কুমার দাস এ জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন কুমার দাস জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচনী আচারন বিধি লঙ্ঘন করে অতিরিক্ত সাইজের ব্যানার সাটানোর অভিযোগে সাত জন সদস্য প্রার্থীর নিকট থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট