ভোলাগঞ্জ দশ নম্বরে পরিবেশের অভিযানে ৫টি মেশিনে আগুন

প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২২

ভোলাগঞ্জ দশ নম্বরে পরিবেশের অভিযানে ৫টি মেশিনে আগুন

পরিবেশের বিপর্যয় ঘটিয়ে টমটম মেশিন দিয়ে পাথর ভাঙ্গার দায়ে ভোলাগঞ্জ দশ নম্বর এলাকায় টমটম মেশিন ভেঙ্গে বিকল ও জরিমানা করা হয়েছে।


শনিবার (১৯ ফেব্রুয়ারি) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ দশ নম্বর এলাকায় স্থাপিত পাথর ভাঙ্গার মেশিনে (টমটম) অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তর সিলেট এর বিভাগীয় পরিচালক এমরান হোসেনের নেতৃত্বে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই অভিযান।

এ সময় পানি ছাড়া পাথর ভাঙ্গায় ধুলাবালিতে পরিবেশ বিপর্যয়, শ্রমিকদের সেইফটিগার্ড ছাড়া কাজ করানো, পরিবেশের ছাড়পত্র ছাড়া ও নিয়ম বহির্ভূত টমটম মেশিন দিয়ে পাথর ভাঙ্গার দায়ে ৪০টি মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ও শাবল-হেমার দিয়ে ভেঙ্গে দেওয়া হয়। এবং ৭টি টমটম মেশিনের মালিককে ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট