সংসদের নকশা বিন্যাসের কাজ চলছে

প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৬

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র থেকে আনা জাতীয় সংসদ ও আশপাশের এলাকার চার সেট নকশার ৩৪১২টি নকশা বিন্যাসের কাজ শুরু করেছেন স্থপতিরা। বিন্যাস শেষে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে তা সংসদ ও অন্যান্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন।

Manual1 Ad Code

স্থাপত্য অধিদপ্তরের স্থপতি সাইকা বিনতে আলমের নেতৃত্বে কর্মকর্তারা সংসদ ভবনের দুই নম্বর স্থায়ী কমিটির কক্ষে বৃহস্পতিবার নকশার বাক্স খুলে  সারা দিন নকশা বিন্যাসের কাজ করেন। সবগুলো নকশা মেলাতে বেশ কয়েক দিন সময় লাগতে পারে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

Manual5 Ad Code

এ বিষয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘প্রথমে একটি সেট মিলিয়ে সেটি প্রধানমন্ত্রীকে দেখানো হবে। এরপর একটি সেট সংসদে রেখে বাকিগুলো সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যেখানে রাখার সেখানে পাঠানো হবে। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এসব নকশা হস্তান্তর করবেন। অনুষ্ঠানটি ২২ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে করার জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হবে’।

Manual8 Ad Code

এর আগে, ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের মহাফেজখানা (আর্কাইভ) থেকে লুই কানের তৈরি করা ৮৫৩টি নকশা ঢাকায় এসে পৌঁছে। ৪১টি বাক্সে মোট চার সেট নকশা রয়েছে।

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, নকশা আসার পর স্পিকার দুই দফায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন এবং স্থাপত্য অধিদপ্তরের স্থপতিদের সঙ্গে বৈঠকে করেন।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code