৭ দিন ধরে সিকৃবি ছাত্রী নিখোঁজ

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৬

Manual1 Ad Code

সিলেটে ৭দিন ধরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মৎস বিজ্ঞান অনুষদের শেষ বর্ষের ছাত্রী ঐশী হামোম কে খুজে পাওয়া যাচ্ছে না।
গত ৭ নভেম্বর ক্যাম্পাস থেকে নগরীর সুবিদবাজারে টিউশনীতে এসে তিনি আর ফিরেননি। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে থাকেন।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাংস্কৃতিক কর্মকান্ডের জন্য ঐশী ক্যাম্পাসের প্রিয় মুখ। সাতদিন ধরে তাঁর খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে শাহপরান থানায় অভিযোগ করা হয়েছে।
মণিপুরী সম্প্রদায়ের বাসিন্দা ঐশী মৌলভীবাজারের কমলগঞ্জের সনাতন হামোমের মেয়ে।
এ ব্যাপারে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি সাংবাদিকদের জানান, ঐশীকে অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ব্রজেন সিংহ নামে একজনকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে সিকৃবির প্রক্টর অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, আমরা বিষয়টি জানতাম না। রোববার (১৩ নভেম্বর) ঐশীর বাবা এসে আমাদের কাছে ঐশী নিঁখোজ রয়েছে বলে অভিযোগ করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code