চাল কেলেঙ্কারির দায়ে হবিগঞ্জের সেই আ,লীগ নেতা বহিষ্কার

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

চাল কেলেঙ্কারির দায়ে হবিগঞ্জের সেই আ,লীগ নেতা বহিষ্কার

করোনা পরিস্থিতিতে হবিগঞ্জের বানিয়াচংয়ের কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম খান চাল কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকায় তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ মঙ্গলবার তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এর আগে গতকাল ওই নেতাকে এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায় ভ্রাম্যমাণ আদালত।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আমির হোসেন।

জানা গেছে, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম খান সরকারি চালের ডিলার। ১০ টাকা কেজি দরে প্রত্যেককে ৩০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও তিনি ওজনে ৭-৮ কেজি কম দিচ্ছিলেন। চাল গ্রহীতারা বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন।

গতকাল সোমবার বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মতিউর রহমান খানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে চাল ওজনে কম দেওয়ার সত্যতা পায়। ওই সময় ভ্রাম্যমাণ আদালতে নজরুল ইসলামকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একইসাথে তার ডিলারশিপও বাতিল করা হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মতিউর রহমান খান জানান, দণ্ডাদেশের পরই নজরুল ইসলাম খানকে কারাগারে পাঠানো হয়।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট