সাদেকের নিঃশর্ত মুক্তি দাবী করল সিলেট জেলা বিএনপি

প্রকাশিত: ২:৫৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৬

১৯ সেপ্টেম্বর ২০১৬, সোমবার : সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আজমল বখত্ সাদেক-এর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ। অবিলম্বে সাদেক সহ মিথ্যা মামলায় কারাগারে আটক সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
রবিবার এক বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- একটি ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় আদালতে হাজিরা দিতে গেলে সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আজমল বখত্ সাদেক-এর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরনের ঘটনায় আমরা বিক্ষুব্ধ। শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলের নেতা হওয়ায় বিএনপির নিরীহ নেতাকর্মীদের গ্রেফতার ও কারাগারে প্রেরন বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিপীড়ন-নির্যাতনের বাকশালী আচরনের বহিঃপ্রকাশ। গ্রেফতার নির্যাতনের পথ পরিহার করে আদর্শিক মোকাবেলায় সহনশীলতার রাজনীতি চর্চার জন্য সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি। অবিলম্বে বিএনপি নেতা আজমল বখত্ সাদেক সহ ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় কারাগারে আটক সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট