রাহাত চৌধুরী মুন্নাকে গ্রেফতারে জেলা ও মহানগর বিএনপির নিন্দা

প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৬

সিলেট জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রাহাত চৌধুরী মুন্নাকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। অবিলম্বে ছাত্রদল নেতা রাহাত চৌধুরী মুন্না সহ মিথ্যা মামলায় কারাগারে আটক সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
শনিবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর সভাপতি নাসিম হেসাইন ও সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট জেলা সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- পবিত্র ঈদুল আযহার ঠিক পুর্ব মুহুর্তে জেলা ছাত্রদল নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার অমানবিক। সরকার বিরোধী মতের রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর চলমান নিপীড়ন-নির্যাতনের অংশ হিসেবেই রাহাত মুন্নাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। গ্রেফতার নির্যাতন, হামলা-মামলা চালিয়ে শহীদ জিয়ার সৈনিকদের দমিয়ে রাখা যাবেনা। অবিলম্বে জেলা ছাত্রদল সাধারন সম্পাদক রাহাত চৌধুরী মুন্না সহ ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় কারাগারে আটক সকল নেতকার্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট