কারবালায় আত্মঘাতী হামলায় নিহত ১৮

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৬

কারবালা : ইরাকের মধ্যাঞ্চলীয় কারবালা প্রদেশের একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী সন্ত্রসী হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২৬ জন।

সোমবার দেশটির ইউফ্রেটিস অপারেশনস কমান্ড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে জানানো হয়, কারবালার প্রাদেশিক রাজধানীর ১২০ কিলোমিটার পশ্চিমে আয়োন তামের শহরে গতরাতে বিস্ফোরক বেল্ট পরিহিত পাঁচ সন্ত্রাসী একটি বিয়ের অনুষ্ঠানে হামলা চালালে এসব লোক নিহত হয়।

হামলাকারীদের একজন সেখানে গ্রেনেড নিক্ষেপের পাশাপাশি নিজের সঙ্গে থাকা কালানিশভ রাইফেল দিয়ে গুলি ছুড়ে এবং পরে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। তবে আরো বড় ধরনের ক্ষতি ঘটানোর আগেই ইরাকি নিরাপত্তা বাহিনী বাকি চার হামলাকারীকে গুলি করে হত্যা করতে সক্ষম হয়।

হামলায় অন্তত ১৮ ব্যক্তি নিহত এবং অপর আরো ২৬ জন আহত হয়েছে বলে দেশটির প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের প্রধান জানিয়েছেন। এখনো কোনো ব্যক্তি অথবা গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করে নি।

ইরাক বিষয়ে জাতিসংঘের মিশন সম্প্রতি সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, দেশটিতে সন্ত্রাস এবং সশস্ত্র হামলায় গতমাসে ৭৫৯ ইরাকি নিহত এবং আরো ১,২০৭ জন আহত হয়েছে।

সূত্র: আল-জাজিরা