‘স্বপদে বহাল থাকবেন বদরুজ্জামান সেলিম’

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৮

১৯ জুলাই ২০১৮, বৃহস্পতিবার : বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন, বদরুজ্জামান সেলিম প্রার্থীতা প্রত্যাহারের সাথে সাথেই সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক পদে বহাল থাকবেন। এটা ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশ।

আমানের বক্তব্যের পরপরই বদরুজ্জামান সেলিম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

আজ বৃহস্পতিবার (১৯ জুলাই) বেলা আড়াইটার দিকে মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বাসায় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

আমান আরো বলেন, ‘গতকাল বুধবার আমরা বদরুজ্জামান সেলিমের বাসায় গিয়েছি। আজকে সকালে তার বাসায় সরকারের বিভিন্ন বাহিনী গেছে তাকে তুলে আনার জন্য। সেলিমের আন্তরিকতার কারনে সেটি সম্ভব হয়নি। সে দলকে ভালবাসে, খালেদা জিয়া ও তারেক জিয়াকে ভালবাসে। আমরা আজ থেকে বদরুজ্জামান সেলিমের ও আরিফুল হক চৌধারীর নিরাপত্তা চাই। সে যাতে কর্মী বাহিনী নিয়ে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালাতে পারে।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট