সুইডিশ মুসলিম মন্ত্রীর পদত্যাগ

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০১৬

স্টকহোম : ২৯ বছর বয়সী যুবতী, রূপ-লাবণ্যেও দেখতেও কম নন হাদজিয়ালিক। সুইডেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ এবং প্রথম মুসলিম মন্ত্রী। সরকারের উচ্চ শিক্ষাবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব করছিলেন।

ভালই চলছিল মন্ত্রনালয়। কিন্তু হঠাৎ পদত্যাগ করলেন হাদজিয়ালিক।

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ধরা পড়ার পর পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, পদত্যাগের পর হাদজিয়ালিক এ ঘটনাকে তার জীবনের ‘সবচেয়ে বড় ভুল’ বলে উল্লেখ করেছেন।

হাদজিয়ালিক পাঁচ বছর বয়সে বসনিয়া-হার্জেগোভিনা থেকে সুইডেনে এসেছিলেন।

ডেনমার্ক ও সুইডেনের সংযোগ সেতুতে পৌঁছার আগে তিনি দুই গ্লাস মদ পান করেন। সেতু পার হওয়ার সময় পুলিশ তাকে থামায়।

পুলিশ হাদজিয়ালিকের রক্ত পরীক্ষা করে প্রতি লিটারে ০.২ গ্রাম মদের উপস্থিতি পেয়েছে। এ কারণে তার ছয় মাসের জেল হতে পারে।

হাদজিয়ালিক তার ভুল স্বীকার করে বলেছেন, কোপেনহেগেনে রাত্রি যাপনকালে তিনি এক গ্লাস স্পার্কলিং ওয়াইন এবং পরে আরো এক গ্লাস রেড ওয়াইন পান করেন।

এর চার ঘণ্টা পর তিনি সুইডেনের দক্ষিণের শহর মালামোতে যাওয়ার জন্য রওনা দেন।

হাদজিয়ালিক বলেন, তিনি ভেবেছিলেন যে তার শরীর অ্যালকোহল মুক্ত হতে যথেষ্ট সময় পাবেন।

পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি পদত্যাগ করাই সমীচীন মনে করেছি। কারণ, আমি বিশ্বাস করি যে, আমি যেটা করেছি তা গুরুতর অপরাধ।’

প্রসঙ্গত, সুইডেনে নির্দিষ্ট মাত্রায় মদ পান করে গাড়ি চালানোর অনুমোদন রয়েছে।