সিলেটে পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৬

আজ ৯ আগস্ট। আন্তর্জাতিক আদিবাসী দিবস। এ দিবসটি উপলক্ষে বৃহত্তর সিলেটের বিভিন্ন স্থানে আদিবাসী দিবস পালন করা হচ্ছে।
আজ মঙ্গলবার (০৯ আগস্ট) সকাল ১০টায় সিলেট বিভাগীয় আদিবাসী ফোরাম এবং একনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও পাত্র সমাজকল্যাণ পরিষদ (পাসকপ) এর সহযোগিতায় নগরীতে আদিবাসী দিবসের বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে সিলেট সনাক ও একডো’র যৌথ উদ্যোগে সকাল ১০টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট