সিলেটে মারধরের ঘটনায় ৭ ছাত্রলীগ নেতাকর্মী আটক

প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০১৭

সিলেটে মারধরের ঘটনায় ৭ ছাত্রলীগ নেতাকর্মী আটক

সিলেট এমসি কলেজের হোস্টেল ভাংচুরের জেরে শহরতলীর কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় এমসি কলেজের শিক্ষার্থী সুমনকে মারধরের ঘটনায় একই কলেজের সাত শিক্ষার্থীকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ। তারা সকলেই ছাত্রলীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট বলে জানা গেছে।
আটককৃতরা হচ্ছে- সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া এলাকার আবদুল মান্নানের ছেলে কাউসার, তাহিরপুর উপজেলার রতনশ্রী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে শাওন, সুনামগঞ্জ সদরের অচিন্তপুর এলাকার ইলিয়াস মিয়ার ছেলে রাফিজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলার কাজীপুর গ্রামের অরবিন্দ চৌধুরীর ছেলে নিউটন চৌধুরী, তাহিরপুর উপজেলার কালিজুড়ি রামনগর এলাকার আব্দুল হাসিমের ছেলে সোহাগ মিয়া, দিরাই উপজেলার কাউয়াজুড়ি গ্রামের আকিল আলীর ছেলে সুমন এবং মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ গ্রামের সুভাষ আচার্য্যরে ছেলে সৌরভ আচার্য্য।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে এম সি কলেজের ছাত্র সুমনকে মারধর করতে থাকে ওই ৭ তরুণ। এ সময় স্থানীয় লোকজন তাদেরকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।
জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানান, আহত ছাত্রকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর আটক ৭জন রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি বলে জানান ওসি।
পুলিশের একটি সূত্র জানায়, এম সি কলেজ হোস্টেল ভাংচুরের পর আটককৃতরা সুনামগঞ্জের উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছিল। এ সময় কুমারগাঁও এলাকায় সুমনকে পেয়ে তারা তার ওপর হামলা চালায়।
বৃহস্পতিবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় এমসি কলেজ হোস্টেলে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ভাংচুরের পর অনির্দিষ্টকালের জন্য ছাত্রবাস বন্ধ ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ। এ ঘটনায় শাহপরান থানায় একটি জিডি হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট