ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র যুব সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০১৬

ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিলেট জেলার আয়োজনে শুক্রবার সকালে নগরীর পুরাতন রেলস্টেশন রোডস্থ একটি রেষ্টুরেন্টের হলরুমে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সার্ক ইয়ুথ এসোসিয়েশন বাংলাদেশের সমন্বয়ক ও ধ্রুবতারার জেলার সভাপতি মো. সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-সিলেট মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ইদ্রিছ আলী।

যুব সমাবেশে বক্তব্য রাখেন- সমাজসেবক মো. লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম সুরকী, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বিষয়ক সম্পাদক আফসার আহমদ লিপু, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ সিলেট জেলার সহ সভাপতি রাসেল আহমদ, ধ্রুবতারা সিলেট জেলার সহ সভাপতি খয়রুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম, অর্থ সম্পাদক মারজুল আলম লিটু, যুব সংগঠক ও ছাত্রনেতা শামীম আহমদ, গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের সভাপতি হুমায়ুন কবির রুবেল, সাধারণ সম্পাদক এম এ সালমান, স্পোটিং ক্লাব সভাপতি নুরুল হুসেন নুরু।

যুব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার রাহাত আহমদ, সামসুদ্দিন আহমদ সুমর, তারেক আহমদ নাবিল, মো. নাঈম বাদশা, মো. আমিনুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, ইয়াহিয়া আহমদ, সুহিন আহমদ। সংগঠনের মধ্যে থেকে উপস্থিত ছিলেন আবু সুফিয়ান, জাকির আহমদ, শুভ, সোহেল আহমদ, আবির নাঈম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট