শফিক চৌধুরীর গাড়ি ভাংচুরের ঘটনায় আবু সরকার’সহ আটজন কারাগারে

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৭

শফিক চৌধুরীর গাড়ি ভাংচুরের ঘটনায় আবু সরকার’সহ আটজন কারাগারে
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীর গাড়ি ভাংচুরের ঘটনায় মামলায় জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন থেকে আজীবন বহিস্কৃত ট্রাক শ্রমিক ইউনিয়ন (২১৫৯) এর সাবেক সভাপতি আবু সরকারসহ আটজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আজ দুপুরে সিলেট মুখ্য মহানগর  হাকীম আদালতে আত্মসমর্পণ করেলে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেয় আদালত।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারী দুপুরে শ্রমিক নেতাদের সঙ্গে সমঝোতা বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের পর  বিকাল আড়াইটার দিকে নগরীর সোবহানীঘাটে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর গাড়ি (ঢাকা মেট্রো- ঘ-১৩-৪৪৯৯) তে পরিবহন শ্রমিকরা হামলা চালায়।  আগের দিন শুক্রবার রাতে মাদকসহ দুই শ্রমিককে আটকের পর রাধিকা রঞ্জন উরফে আবু সরকারের নেতৃত্বেই মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে হামলা ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। পরদিন রাতে পুলিশ বাদী হয়ে দুই থানায় দায়ের করা পৃথক মামলায়ও আবু সরকারের নাম এসেছে। আওয়ামী লীগ নেতার পক্ষে দায়ের করা মামলায় অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করা হলেও ওই ঘটনায় আবু সরকার জড়িত বলে জানিয়েছিল পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট