কানাডায় পানিতে ডুবে প্রাণ হারালেন দুই বাংলাদেশি

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, জুন ৯, ২০২৫

কানাডায় পানিতে ডুবে প্রাণ হারালেন দুই বাংলাদেশি

Manual5 Ad Code

কানাডায় শান্ত স্টারজন লেক হঠাৎই রূপ নিলো মর্মন্তুদ এক ট্র্যাজেডিতে। প্রাণ হারালেন দুই বাংলাদেশি—বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আবদুল্লাহ হিল রাকিব এবং বাংলাদেশ বিমানের অভিজ্ঞ বৈমানিক মো. সাইফুজ্জামান গুড্ডু।

Manual6 Ad Code

রোববার (৮ জুন) বিকেলের শান্ত লেক যেন আচমকা গিলে নিলো দীর্ঘদিনের দুই বন্ধুকে। সেদিন বিকেলে তিনজনকে নিয়ে লেকে নেমেছিল একটি ছোট নৌকা। কিন্তু হঠাৎই নৌকাটি ডুবে যায় ঠাণ্ডা অথৈ জলে। রাকিবের কিশোর পুত্র শেষ মুহূর্তে সাঁতরে তীরে উঠে বেঁচে গেলেও, পানির নিচেই নিথর হয়ে গেলেন বাকি দুজন।

Manual2 Ad Code

স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ডাকা হয় জরুরি উদ্ধারকারী দলকে। কিন্তু সব কিছু শেষ হয়ে গিয়েছিল ততক্ষণে। উদ্ধারকারী দলের ভাষ্য অনুযায়ী, নৌকাটিতে কোনো লাইফ জ্যাকেট ছিল না—একটি ছোট ভুল, যার মূল্য দিতে হলো দুটি জীবনের বিনিময়ে।

দুই বন্ধুর এমন করুণ বিদায়ে কান্নায় ভেঙে পড়েছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। কানাডা প্রবাসী অভিনেতা টনি ডায়েস ফেসবুকে লিখেছেন, ‘এখনো বিশ্বাস করতে পারছি না। একসাথে কাটানো অগণিত মুহূর্ত… আজ সব স্মৃতি হয়ে গেল। শান্তিতে ঘুমাও ভাইয়েরা আমার।’

রাকিব ছিলেন টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, দেশের পোশাকশিল্পের অন্যতম পথপ্রদর্শক। আর সাইফুজ্জামান ছিলেন বোয়িং ৭৮৭ চালানো এক দক্ষ ক্যাপ্টেন, বিমানের গর্ব।

Manual4 Ad Code

বাংলাদেশ বিমান এয়ারলাইন্স গভীর শোক জানিয়েছে এই অকাল মৃত্যুতে। এক শোকবার্তায় বলা হয়, ‘ক্যাপ্টেন সাইফুজ্জামানের এই অপ্রত্যাশিত চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর পেশাগত দক্ষতা ও অঙ্গীকার ছিল অনন্য।’

এ ঘটনায় বিজিএমইএর সদস্যদের কাছে শোক বার্তা পাঠিয়েছেন প্রশাসক আনোয়ার হোসেন।

এদিকে, সাইফুজ্জামানের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো অফিস এ নিয়ে কাজ করছে বাংলাদেশের হাইকমিশনের সঙ্গে।

Manual2 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code