২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট অনুমোদন

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, জুন ২, ২০২৫

২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট অনুমোদন

Manual5 Ad Code

২০২৫-২৬ অর্থবছরের ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সোমবার (২ জুন) সকালে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এই বাজেট অনুমোদন দেওয়া হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকটি সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলে।

বৈঠক সূত্রে জানা গেছে, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাজেট বক্তব্য রেকর্ড করতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে যাচ্ছেন। বিকেল ৩টা থেকে পূর্ব-রেকর্ডকৃত বাজেট ভাষণটি বিটিভি ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশনগুলোতে একযোগে সম্প্রচারিত হবে। এ উপলক্ষে সব বেসরকারি সম্প্রচারমাধ্যমকে বিটিভি থেকে ফিড নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Manual7 Ad Code

এদিকে, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপ শুরু করছে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দফায় মতানৈক্য দূর করতে ব্যর্থ হওয়ার পর আজ বিকেল ৪টা ৩০ মিনিটে দ্বিতীয় দফার এই সংলাপ শুরু করবেন কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

Manual4 Ad Code


 

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code