২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৫
সিলেটে শিশুদের ঝগড়া নিয়ে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন রশিদ আহমদ নামের এক কাতার প্রবাসী। আজ সোমবার ভোররাতে কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়েনে খালোপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রশিদ আহমদ (৪৫) ঐ গ্রামের মৃত আনা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রশিদ আহমদ ও প্রতিবেশী মৃত অহি হোসেনের ছেলে রাজু আহমেদ (২২) ও সাজু আহমেদের (১৮) মধ্যে শিশুদের ঝগড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোমবার ভোররাত চারটার দিকে তিনি ঐ বাড়িতে গেলে দুই পক্ষের মধ্যে বিষয়টি নিয়ে তর্কাতর্কি হয়। পরে একপর্যায়ে রাজু ও সাজু রশিদ আহমদকে মারতে থাকেন। এরমধ্যে রশিদের শরীরে ছুরির আঘাত লাগে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বলেন, ‘এ ঘটনায় এখনও পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। কেউ আটকও নয়। তবে অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D