‘ভালা লাগের, আফনারা সব আইছোইন দেখার লাগি’

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৫

‘ভালা লাগের, আফনারা সব আইছোইন দেখার লাগি’

Manual7 Ad Code

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। এরপর বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন হামজা চৌধুরী। হামজা দেশের ফুটবলের জন্য অবিশ্বাস্য এক পাওয়া। তার আগমনে দেশের ফুটবলে অন্য এক দ্বার উন্মোচিত হলো। তার এমন আগমনে দেশবাসীও তাকে দেখিয়েছে ভালোবাসার বহিঃপ্রকাশ। বিমানবন্দরের পর নিজ গ্রামেও স্বজন ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ২৭ বছর বয়সী এ ফুটবলার।

Manual3 Ad Code

আজ ১৭ মার্চ (সোমবার) পৌনে বারোটায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পৌঁছান হামজা। সেখানে তাকে বরণ করে নেন বাফুফে কর্তারা। এরপর বিকাল সাড়ে তিনটায় নিজের পৈতৃক নিবাস হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে পৌঁছান। সেখানে হাজার হাজার জনতা ফুল দিয়ে বরণ করে নেয় তাকে।

Manual6 Ad Code

দীর্ঘ এগারো বছর পর হামজার আগমনে বাড়ি সাজানো হয়েছে বর্ণিল সাজে। বাড়ির প্রবেশপথসহ পথে পথে তোরণ নির্মাণ করা হয়েছে। আলোকসজ্জা করা হয়েছে পুরো বাড়িতে। সংবর্ধনা অনুষ্ঠানে মাইক্রোফোনের সামনে এসে কথাও বলেছেন বাংলাদেশ ফুটবলের এই মহাতারকা। উপস্থিত সকলের উদ্দ্যেশে হামজা বলেন, ‘আমার খুব ‘ভালা লাগের, আফনারা সব আইছোইন দেখার লাগি’ এরপর বাংলাদেশ জিন্দাবাদ বলে নিজের ছোট বক্তব্য শেষ করেন ইংলিশ লিগে খেলা এ ফুটবলার।
প্রসঙ্গত, আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাই পর্বে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হবে হামজা চৌধুরীর।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code