দরিদ্র অসহায়দের মধ্যে সিলেট জেলা ওলামাদলের ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৫

দরিদ্র অসহায়দের মধ্যে সিলেট জেলা ওলামাদলের ইফতার সামগ্রী বিতরণ

সিলেট জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের আদর্শ লালন করে ওলামাদল আন্দোলন-সংগ্রাম, মানবিক কাজ সহ সর্বক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওলামাদল কাজ করছে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক রাষ্ট্র গঠনে ওলামাদলের মতো বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সবাইকে দেশ, জাতি ও মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান।

তিনি গতকাল রোববার (১৬ মার্চ) বিকেলে নগরীর কোর্টপয়েন্টে জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলা শাখার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গরীব, দুস্থ, অসহায় ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট জেলা ওলামাদলের আহবায়ক মাওলানা নুরুল হক এর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা মোহাম্মদ রমিজ উদ্দিন ও সদস্য সচিব এম এস কামাল উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্ঠা হেলাল উদ্দিন আহমদ।
বক্তব্য রাখেন সিলেট জেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক ক্বারী হারুনুর রশিদ, সাবেক চেয়ারম্যান রোটারিয়ান এম এ রহিম, ওলামাদল নেতা মাওলানা আব্দুল হান্নান, ফারুক আহমদ, ওসমানী নগর উপজেলা ওলামাদল নেতা হাফিজ শাহিন খান, এম রায়হান আহমদ, আব্দুশ শহিদ, ছানু মিয়া প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক এইচ এম নুরুল আমিন। অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক গরীব, দুস্থ ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।-বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট