৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৫
দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর তথ্য সংগ্রহ এবং ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনী এবং স্বাস্থ্য সহায়তায়’ বিশেষ সেল গঠন করেছে বিএনপি। শুক্রবার এই সেল গঠন ও এ সংক্রান্ত দায়িত্বপ্রাপ্তদের তথ্য প্রকাশ করেছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিপীড়িত নারী ও শিশুদের আইনী এবং স্বাস্থ্য সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী করা হয়েছে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামকে।
বিএনপি দুই ধাপে এই বিশেষ সেল গঠন করেছে। একটি হচ্ছে দলটির ৮৪টি ‘সাংগঠনিক জেলা’ সেল এবং অপরটি হচ্ছে দেশের প্রত্যেক জেলার সেল। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নারী ও শিশু নির্যাতন বিষয়ক যেকোনো ঘটনা ও প্রয়োজনে বিএনপির এই সেলের দায়িত্বপ্রাপ্তদের সাথে যোগাযোগ করে সহায়তা নেওয়া যাবে।
সাংগঠনিক জেলা হিসেবে এই বিশেষ সেলে সিলেট বিভাগে যারা দায়িত্ব পেয়েছেন:
সিলেট জেলা- অ্যাডভোকেট রফিক সরকার (০১৭১১১০৪৭২০) ও হেনা বেগম (০১৭৫০৩৫৭৯৭০)।
সিলেট মহানগর- অ্যাডভোকেট আবুল ফজল (০১৭১১৩৩৭৭৪৩) ও নাদিরা আক্তার চৌধুরী (০১৬৮৭৪০৪৫৩৭)।
সুনামগঞ্জ জেলা- মো. আব্দুল হক (০১৭১২৫১৬৫৩৭) ও ফাহমিদা শারমিন (০১৭১২৮০৪৩৫২)।
মৌলভীবাজার জেলা- বকসী জুবায়ের (০১৭১১৪৮৯৪৩৪) ও সুবিনা আক্তার (০১৭১২৮০৪৩৫২)।
হবিগঞ্জ জেলা- মো. আব্দুল ফজল (০১৭১৬১০৪৪৩৬) ও ফাতেমা ইয়াসমিন (০১৭১৫৩৪০৪১৩)।
এদিকে, দেশের জেলা ও মহানগরভিত্তিক গঠিত সেলে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্তরা হলেন-
সিলেট জেলা : নোমান উদ্দিন মুরাদ (০১৭১৮৩১৬৭৬৫), ডা. রাবেয়া (০১৭১১১৬৫৮৭৮) ও ডা. আবু সাকিব মো. আব্দুল্লাহ চৌধুরী (০১৭১২৭৩১৯২৩)।
সিলেট মহানগর: সালেহ্ আহমেদ নেদা (০১৭১১৩৩৮২২১), ডা. ইশরাত জাহান করিম (০১৭১১৩৬৫৭৪০) ও ডা. নুরুল ইসলাম সিদ্দিকী (০১৭১২৯৭৩৬৫৬)।
সুনামগঞ্জ জেলা: ডা. নিলুফা ইয়াসমিন (০১৭৭৭১২৯৪৫৭) ও ডা. জসিম উদ্দিন (০১৭১২১৪৫৫১৬)।
মৌলভীবাজার জেলা : ডা. আবদুল্লাহ আল বাকী (০১৬১৬১২৭৮০০)।
হবিগঞ্জ জেলা: ডা. মো. আহমুদুর রহমান আবদাল (০১৭১১২৩১৭২৬), ডা. মো. মাহমুদুল হাসান চৌধুরি তারেক (০১৭১৭০১৯৬১৯), ডা. ফারজানা রহমান শান্তা (০১৭০৬৫৩৬৭৫৯), ডা. মীর মঈনুদ্দীন ইমন (০১৭১০০৩৯৮৮৬) ও ডা. সালমা আহমেদ পাটোওয়ারী (০১৭৬৬১১৭৩১০)।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D