সিলেটে ১৬ দিন থেকে নিখোঁজ এক প্রতিবন্ধী শিশু

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫

সিলেটে ১৬ দিন থেকে নিখোঁজ এক প্রতিবন্ধী শিশু

সিলেটের শেখঘাটে সরকারি বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় থেকে ১৬ দিন থেকে নিখোঁজ রয়েছে অজ্ঞাত নামা মানসিক প্রতিবন্ধী শিশু (আশিক)।

গত ২৩ ফেব্রুয়ারি (রোববার) রাত সাড়ে ১০টায় এই ছাত্রাবাস হতে নিখোঁজ হয়। পরে তার সন্ধানে ২৪ ফেব্রুয়ারি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে।

জানা যায়, অজ্ঞাত নামা মানসিক প্রতিবন্ধী শিশু (আশিক) সিলেটের সরকারি বাক শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের অবস্থান করছিল। সে গত ২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ১০টার সময় ছাত্রাবাসে থাকা অবস্থায় নিখোঁজ হয়। তার নিখোঁজ হওয়ায় সাথে সাথে প্রতিষ্ঠানের আশে পাশে এবং সিলেট শহরের জিন্দাবাজার, বন্দর বাজার, শাহজালাল মাজার, কদমতলী বাসষ্ট্যান্ড, রেল ষ্টেশন ও কুমারগাও বাসষ্ট্যান্ড সহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করা হয়। কিন্তু তার কোন সন্ধান পাওয়া যায় নাই। থানায় জিডির আজ ১৫দিন হলেও এখনো কোনো খোঁজ মেলেনি শিশুটির।

নিখোঁজ শিশুর বয়স আনুমানিক ১৫ বছর, তার উচ্চতা ৪’- ৫, গায়ের রং কালো, মুখের গঠণ গোলাকার। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কালো প্যান্ট ও হলুদ গেঞ্জি এবং কালো সুয়েটার। তার ঠোটে কাটা দাগ আছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এঘটনার তদন্তকারী কর্মকর্তা এএসআই মিজানুর রহমান। তিনি বলেন, আমরা অভিযোগ পাওয়ার পর পর সারা বাংলাদেশে খোঁজ নিয়েছি এখনো পর্যন্ত তাকে পাওয়া যায়নি। নিখোঁজ শিশুর সন্ধানে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট