শাহী ঈদগাহে গ্যাস পাইপে আগুন নিয়ন্ত্রনে

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫

শাহী ঈদগাহে গ্যাস পাইপে আগুন নিয়ন্ত্রনে

সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গ্যাস লাইনের লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত হয়।

শনিবার (৮ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, নগরীর পূর্ব শাহী ইদগাহ এলাকায় রাস্তার পাশে ড্রেনের নিচ দিয়ে যাওয়া গ্যাসের লাইনে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে সিলেট ফয়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এসময় তারা প্রায় ১০ মিনিট প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

সিলেট ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করে জানায়, ড্রেনের ভিতরে গ্যাসের লাইনে অগ্নিকান্ড হয়েছে। এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট