নবীগঞ্জে ইউপি সদস্য ইকবাল গ্রেফতার

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫

নবীগঞ্জে ইউপি সদস্য ইকবাল গ্রেফতার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় অভিযান চালিয়ে একজন ইউপি সদস্যকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) ভোরে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইউপি সদস্য ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন (৪৫)। তিনি ইউনিয়নের জিহাদিপুর গ্রামের বাসিন্দা।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের গজনাইপুরে প্রাইভেটকার পোড়ানোর ঘটনায় করা নাশকতার মামলার তদন্তে ইকবাল হোসেনের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট