ড্যাব’র সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫

ড্যাব’র সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সিলেটের আমান উল্লাহ কনভেনশন সেন্টারে বিকেল ৩টা থেকে শুরু হয় সাংগঠনিক সম্মেলন। পরে ইফতার মাহফিলে যোগ দেন অতিথি ও নেতৃবৃন্দ।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

ড্যাব সিলেট বিভাগীয় সাংগঠনিক কমিটির আহবায়ক ও ড্যাব ওসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা: মো: শামিমুর রহমানের সভাপতিত্বে সাংগঠনিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা: হারুন অল রশিদ এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. মো: আব্দুস সালাম।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সাংগঠনিক কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

ড্যাব’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সুমন ও সিলেট জেলা ড্যাব’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাকিব আব্দুল্লাহ চৌধুরীর যৌথ সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ড্যাব’র সিনিয়র সহ-সভাপতি ডা. মো. আব্দুস সেলিম, কোষাধ্যক্ষ ডা. মো. জহিরুল ইসলাম শাকিল ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মেহেদি হাসান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, ব্যারিস্টার আব্দাস সালাম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: শাহরিয়ার হোসেন চৌধুরী, অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, অধ্যাপক ডা. শিব্বির আহমদ (শিবলী), অধ্যাপক ডা. মো: শাহনেওয়াজ চৌধুরী, অধ্যাপক ডা. মো: মাশুকুর রহমান চৌধুরী, অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: জিয়াউর রহমান চৌধুরী ও সহাযোগী অধ্যাপক ডা: মোস্তাফা তৌফিক আহমেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. মোসাদ্দেক হোসেন, ডা. মোস্তাক রহিম স্বপন, ডা. মো. সিরাজুল ইসলাম, ডা. গোলাম সারওয়ার বিদ্যুৎ, ডা. পারভেজ রেজা কাকন, ডা. শিব্বির আহমদ, ডা. শাহ নেওয়াজ চৌধুরী, ডা. সামিউস জামান বাবু, যা. জিয়াউল করিম জিয়া, ডা. জিয়াউর রহমান চৌধুরী, ডা. আহমেদ আবদালুর রহমান, ডা. সুলতান আহমদ, ডা. সৈয়দ মেহবুব কাদির, ডা. আশফাক বারী ঝলক, ডা. মেহবুব আহসান, ডা. মিনহাজুর রহমান তারেক, ডা গোলাম ফরহাদ, জিলানী, ডা. আসলামুল ইসলাম, ডা. আল তানিম খান, ডা. সোবাইর আহমদ প্রিন্স, ডা. মাহমুদুল হাসান, ডা. আরিফুল ইসলাম পলাশ, ডা. শেখ মিসবাহ, ডা. সাদ্দাম প্রমুখ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট