গোয়াইনঘাটে বাবা টাকা না দেওয়ায় ঘরে আগুন দিলো ছেলে

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৫

গোয়াইনঘাটে বাবা টাকা না দেওয়ায় ঘরে আগুন দিলো ছেলে

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বাবা টাকা না দেওয়ায় ঘরে আগুন দিয়েছে ছেলে হাসান আহমদ (২৩)।

বুধবার (৫ মার্চ) ইফতারের আগ মুহূর্তে উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের সুলতানপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

স্হানীয় বাসিন্দা জাবের আহমেদ জানান, ইফতারের আগ মুহূর্তে সুলতানপুর গ্রামের বাসিন্দা আসই মিয়ার বাড়িতে আগুন লেগেছে চিৎকার শুনে দৌড়ে যান। গিয়ে স্থানীয় বাসিন্দাদের নিয়ে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনেন। এরপরও ঘরের আসবাবপত্র টিনসহ লক্ষাধিক টাকার উপরে ক্ষয়ক্ষতি হবে বলে তিনি জানান।

আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি জানান, ছেলে হাসান আহমদ (২৩) বাবার কাছে টাকা চাওয়া নিয়ে বাকবিতন্ডা হয়। বাবা টাকা না দিয়ে চলে যান মেম্বারের বাড়িতে আর ছেলে ঘরে আগুন লাগিয়ে দেয়। পরে পাড়া প্রতিবেশী মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও জানান ছেলে একটু বখাটে টাইপের। দিনমজুর বাবা পরিশ্রম করে পরিবার চালান। পরিবারের খরচ চালাতে বাবা ছেলেকে একটি মোটরসাইকেল কিনে দিয়েছেন। মোটরসাইকেল কিনে দেওয়ার পরও ছেলে ঘরে টাকা না দিয়ে বাজে পথে খরচ করে। দোকানে দোকানে ঋণ করে। তাই বাবা আসই মিয়া মোটরসাইকেল বিক্রি করতে অন্য জায়গায় রেখে দেন। সেখান থেকে বাবা ছেলের তর্কের সৃষ্টি হয় এবং এক পর্যায়ে বাবা ঘরের বাইর গেলে ছেলে ঘরে আগুন লাগিয়ে দেয়।

গোয়াইনঘাট থানার এস আই বিট কর্মকর্তা তরিকুল ইসলাম ঘটনা সত্যতার নিশ্চিত করে বলেন, ছেলেটা বখাটে বাবার কাছে নেশার টাকায় চায়, বাবা টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ছেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট