সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের উদ্যোগে রমজানের উপহার বিতরণ

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৫

সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের উদ্যোগে রমজানের উপহার বিতরণ

সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে এলাকার দরিদ্রদের মধ্যে উপহার বিতরণ অনুষ্ঠান ৪ মার্চ মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর বাজার ব্যবসায়ী সমিতির অফিস রুমে অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের সভাপতি সৈয়দ জিল্লুল হক এর সভাপতিত্বে ও মুফতি সৈয়দ শামীম আহমদের পরিচালনায় উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মাওলানা সৈয়দ সানাওয়ার আলী, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, হাফিজ মাওলানা সৈয়দ ওজায়েরুল হক মমনু, মাওলানা সৈয়দ শাহিদ আহমদ, মাগুরা ক্রিকেট ক্লাবের সাবেক সভাপতি ব্যবসায়ী সৈয়দ হিলাল আহমদ, আলোকিত সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও ইতালি প্রবাসী সৈয়দ হাফিজ উদ্দিন, মুফতি সৈয়দ আব্দুর রহমান, আলোকিত সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি মাওলানা সৈয়দ আবিদ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র রমজান উপলক্ষে এলাকার দরিদ্রদের মধ্যে উপহার বিতরণ করেন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের সভাপতি সৈয়দ জিল্লুল হক সহ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশীরা দেশের অমূল্য সম্পদ। তারা সুদূর প্রবাসে থেকে নাড়ীর টানে সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডন এর মাধ্যমে দেশ, জাতি ও মানুষের কল্যাণমূলক কাজের মাধ্যমে ভূমিকা রাখছেন। দেশের যে কোন দুর্যোগে সমিতির মাধ্যমে প্রবাসী নেতৃবৃন্দ সহযোগিতা নিয়ে হতদরিদ্র জনগোষ্ঠির পাশে দাঁড়ান। তারই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসে উপহার বিতরণ করা একটি মহতী ও প্রশংসনীয় উদ্যোগ। বক্তারা সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের মত অন্যান্য সামাজিক সংগঠন ও বৃত্তিবানদের মানবতার কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট