২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
সিলেট নগরীর জিন্দাবাজারে সড়ক অবরোধ করেছেন হকাররা। চাঁদা না দেয়ায় দুইজন হকারকে উঠিয়ে নেয়ার অভিযোগ এনে তাদের মুক্তি ও চাঁদাবাজী বন্ধের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা।
আজ শুক্রবার রাত ৯টার দিকে নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার পয়েন্টে অর্ধশতাধিক হকার সড়ক অবরোধ করেন।
খবর পেয়ে পুলিশের একটি টিম পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে আসলেও দুই পুলিশ কর্মকর্তাকে তাড়িয়ে দেয় বিক্ষোভ কারীরা।
আন্দোলনরত হকারদের অভিযোগ, সম্প্রতি যুবদলের পরিচয় দিয়ে এক ব্যক্তি তাদের কাছে চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দেয়ায় ওই ব্যক্তি আজ শুক্রবার ২জন হকারকে উঠিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন হকাররা।
তাদের মুক্তি, চাঁদাবাজী বন্ধ এবং অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে এই সড়ক অবরোধ করেছেন তারা।
এ সময় বিক্ষোভকারীদের মধ্যে একজন অভিযোগ করেন সিলেটের একটি রাজনৈতিক দলের নেতা প্রতিদিন ২০ হাজার টাকা করে চাদা তোলেন তাদের কাছ থেকে। আজ ৩০ হাজার টাকা চাদা দাবি করে এক বৃদ্ধকে তুলে নিয়ে আসেন।
এদিকে, অবরোধের ফলে জিন্দাবাজার, বন্দরবাজারসহ আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে শত শত যানবাহন। ফলে চরম ভোগান্তিতে পড়েন মানুষ।
খবর পেয়ে রাত ১০টার দিকে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ঘটনাস্থলে ছুটে আসেন।
এসময় তিনি বিষয়টি সমাধান করার আশ্বাস দিলে হকাররা অবরোধ প্রত্যাহার করে নেন।
তিনি বলেন, যদি কেউ চাঁদাবাজী করে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ওই ব্যক্তি যুবদলের রাজনীতির সাথে জড়িত থাকলে আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে বহিস্কার করা হবে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D