রকীব শাহের ৫৯তম উরশ ৯, ১০ ও ১১ এপ্রিল

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৫

রকীব শাহের ৫৯তম উরশ ৯, ১০ ও ১১ এপ্রিল

পবিত্র রমজান মাসের জন্য ১, ২ ও ৩ মার্চ অনুষ্ঠিতব্য হযরত রকীব শাহ্ (র.) এর ৫৯তম উরশ শরীফের তারিখ পরিবর্তন করা হয়েছে।

সিলেট নগরীর কাজীটুলায় অবস্থিত হযরত রকীব শাহ্ (র.) এর মাজারের খাদেম ও গদ্দীনশীন ড. কাজী কামাল আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ৯, ১০ ও ১১ এপ্রিল রোজ বুধ, বৃহস্পতি ও শুক্রবার হযরত রকীব শাহ্ (র.) এর ৩ দিনব্যাপী ৫৯তম উরশ শরীফ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। -বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট