জঙ্গি-সন্ত্রাসীদের তথ্য সংগ্রহে অ্যাপস চালু করল পুলিশ

প্রকাশিত: ৩:০৪ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০১৬

জঙ্গি ও সন্ত্রাসীদের তথ্য জানতে একটি অ্যাপ চালু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অ্যাপটির নাম দেয়া হয় ‘হ্যালো সিটি’ ।

‘হ্যালো সিটি’ নামের এ অ্যাপসটি রবিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা জঙ্গি ও সন্ত্রাসীদের তথ্য দিতে পারবেন। জঙ্গিবাদে যারা অর্থায়ন করছেন তাদের তথ্য দেওয়া যাবে এর মাধ্যমে।

আসাদুজ্জামান খান বলেন, ‘বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই। এদেশ একটি ভ্রাতৃপ্রতিম দেশ। কিন্তু বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দেওয়ার জন্য একটি গোষ্ঠী চক্রান্ত করছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘জঙ্গিরা কোথায় কিভাবে কাজ করছেন এই তথ্য আমরা অনেক সময় পাই না। এই অ্যাপের মাধ্যমে ছবি ও ভিডিওসহ যে কোনো ধরনের তথ্য দিতে পারবেন নাগরিকরা।’

অ্যাপটি তৈরি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিট।

এই অ্যাপটির মাধ্যমে যে কেউ নিজের পরিচয় গোপন রেখে জঙ্গি, উগ্রবাদী, বিস্ফোরক, অস্ত্র ও আন্তঃদেশীয় অপরাধের তথ্য পুলিশকে জানাতে পারবেন।

বিদেশ থেকেও অপরাধের তথ্য জানাতে পারবেন প্রবাসীরা। পরিচয় বা মোবাইল নম্বর উল্লেখ না করেই তথ্য জানানো যাবে।