৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৪
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম পাঁচ দিন বন্ধ থাকবে। কোর ব্যাংকিং সফটওয়্যার হালনাগাদের জন্য ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত এই সেবা স্থগিত থাকবে।
বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ন্যাশনাল ব্যাংকের শাখা, এটিএম বুথ বা অন্য কোনও মাধ্যমে কোনও লেনদেন সম্ভব হবে না।
এদিকে, ডাচ্-বাংলা ব্যাংকও একই কারণে আগামী ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত তাদের ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। শাখা ও এটিএম বুথ থেকে কোনও লেনদেন সম্ভব হবে না। তবে রকেট মোবাইল ব্যাংকিং সেবা এবং ক্রেডিট কার্ড লেনদেন চালু থাকবে। ডাচ্-বাংলা ব্যাংক আরও জানায়, তাদের এজেন্ট ব্যাংকিং সেবা ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সাত দিনের জন্য বন্ধ থাকবে। তবে ১ জানুয়ারি ব্যাংক হলিডে এবং ৩ ও ৪ জানুয়ারি সাপ্তাহিক ছুটি হওয়ায় মূলত দুই দিন—২ জানুয়ারি বৃহস্পতিবার এবং ৫ জানুয়ারি রোববার—ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। কোর ব্যাংকিং সফটওয়্যার উন্নত করার জন্য ডাচ্-বাংলা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D