সিলেট মহানগর ছাত্রদল নেতা নাবিল র‍্যাবের হাতে আটক

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৭

সিলেট মহানগর ছাত্রদল নেতা নাবিল র‍্যাবের হাতে আটক
গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির এয়ারপোর্ট থানার জালালাবাদ আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে সিলেট মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক নাবিল রাজা (২৯)-কে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল।

শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়। নাবিল সুনামগঞ্জ জেলার হরিনপাটি গ্রামের ফরহাদ রাজা চৌধুরীর পুত্র ও বর্তমানে সিলেটের জালালাবাদ আবাসিক এলাকার ৪৫নং শেখ মঞ্জিলের বাসিন্দা।

সে এসএমপির (ক) এয়ারপোর্ট থানার মামলা নং-১৫ তারিখ-১৯/৯/১৪ ইং জিআর-১৭৪/১৪ ইং ধারা-১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৫৩ দঃবিঃ, (খ) এয়ারপোর্ট জিআর-১৪৭/১৪ বিশেষ ক্ষমতা ৫০/১৫ ইং, (গ) এয়ারপোর্ট থানার পি ১৮০/১৭, ধারা-৩৪২/৩২৩/৩৭৯/৩৪ দঃ বিঃ, (ঘ) এয়ারপোর্ট থানার জিআর-১৮৯/১৪, আর-৯৬/১৭, ধারা-১৪৩/৩২৩/৩২৪/১১৪ দঃ বিঃ, (ঙ) এয়ারপোর্ট থানার জিআর-২৪১/১৪, আর-১২৬/১৭, ধারা-৩৭৯/৪২৭ দঃ বিঃ, (চ) এয়ারপোর্ট থানা বিশেষ ক্ষমতা আইন ১৯/১৫, আর-৩৩২/১৭ এবং (ছ) এয়ারপোর্ট থানা ৫০/১৫, আর-১৭০/১৭ এর ওয়ারেন্টভূক্ত আসামী।

গ্রেফতারকৃত নাবিল রাজাকে এসএমপির এয়ারপোর্ট থানায় সংশ্লিষ্ট মামলায় হস্তান্তর করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট