১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির এয়ারপোর্ট থানার জালালাবাদ আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে সিলেট মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক নাবিল রাজা (২৯)-কে গ্রেফতার করেছে র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল।শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়। নাবিল সুনামগঞ্জ জেলার হরিনপাটি গ্রামের ফরহাদ রাজা চৌধুরীর পুত্র ও বর্তমানে সিলেটের জালালাবাদ আবাসিক এলাকার ৪৫নং শেখ মঞ্জিলের বাসিন্দা।
সে এসএমপির (ক) এয়ারপোর্ট থানার মামলা নং-১৫ তারিখ-১৯/৯/১৪ ইং জিআর-১৭৪/১৪ ইং ধারা-১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৫৩ দঃবিঃ, (খ) এয়ারপোর্ট জিআর-১৪৭/১৪ বিশেষ ক্ষমতা ৫০/১৫ ইং, (গ) এয়ারপোর্ট থানার পি ১৮০/১৭, ধারা-৩৪২/৩২৩/৩৭৯/৩৪ দঃ বিঃ, (ঘ) এয়ারপোর্ট থানার জিআর-১৮৯/১৪, আর-৯৬/১৭, ধারা-১৪৩/৩২৩/৩২৪/১১৪ দঃ বিঃ, (ঙ) এয়ারপোর্ট থানার জিআর-২৪১/১৪, আর-১২৬/১৭, ধারা-৩৭৯/৪২৭ দঃ বিঃ, (চ) এয়ারপোর্ট থানা বিশেষ ক্ষমতা আইন ১৯/১৫, আর-৩৩২/১৭ এবং (ছ) এয়ারপোর্ট থানা ৫০/১৫, আর-১৭০/১৭ এর ওয়ারেন্টভূক্ত আসামী।
গ্রেফতারকৃত নাবিল রাজাকে এসএমপির এয়ারপোর্ট থানায় সংশ্লিষ্ট মামলায় হস্তান্তর করা হয়েছে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D