১৮ কোটি টাকা ব্যয়ে চারলেন সড়কসহ তিন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৭

১৮ কোটি টাকা ব্যয়ে চারলেন সড়কসহ তিন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে ক্বীন ব্রীজ হতে মুক্তিযোদ্ধা চত্ত্বর হয়ে হুমায়ুন রশীদ চত্ত্বর পর্যন্ত রাস্তা ৪ লেনে উন্নীতকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তিনি এই প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় সিটি করপোরেশনের আরো দুটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এগুলো হলো-প্রকল্পগুলো হচ্ছে- ৮ কোটি ৬৬ লক্ষ টাকা ব্যয়ে হুমায়ুন রশীদ চত্ত্বর হতে শিববাড়ী হয়ে বন্দরঘাট পর্যন্ত আরসিসি ইউ টাইপ ও বক্স ড্রেন নির্মান কাজ এবং ৬ কোটি ৯১ লক্ষ টাকা ব্যয়ে ক্বীন ব্রীজ হতে ঝালোপাড়া হয়ে মুক্তিযোদ্ধা চত্ত্বর পর্যন্ত রাস্তা ২ লেনে উন্নীতকরণ কাজ। এর আগে সকাল ১০টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি ক্বীনব্রিজ সংলগ্ন সারদা হলে গিয়ে সেখানকার কার্যক্রম পরিদর্শন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট