ঢাবি শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ-সড়ক অবরোধ

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০

ঢাবি শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ-সড়ক অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে মিছিল নিয়ে সবগুলো রাজনৈতিক সংগঠনসহ সাধারণ শিক্ষার্থীরা প্রধান ফটকে যায়। এসময় তারা সিলেট-তামাবিল মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভও করতে থাকেন।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা দ্রুত ধর্ষকের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। তাদের এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমদ এবং উপাধ্যক্ষ অধ্যাপক পান্না রানী রায়। একই সাথে মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে ধর্ষণবিরোধী মানববন্ধন আয়োজন করবেন বলেও ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট