খালেদা জিয়া’র সঙ্গে রাতে সাক্ষাৎ করবেন মেয়র সাক্কু

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৭

খালেদা জিয়া’র সঙ্গে রাতে সাক্ষাৎ করবেন মেয়র সাক্কু

Manual1 Ad Code

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে মঙ্গলবার রাতে সাক্ষাৎ করবেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) সদ্য নির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু। এসময় তার সঙ্গে থাকবেন বিএনপি সমর্থিত নির্বাচিত কাউন্সিলররা।

মঙ্গলবার রাত ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার প্রেস উইংস সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে ১১ হাজার ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হন বিএনপি প্রাথী মনিরুল হক সাক্কু।

ওই রাতেই ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হওয়ায় মেয়র মনিরুল হক সাক্কুকে ফোন করে অভিনন্দন ও শুভেচ্ছা জানান বেগম খালেদা জিয়া।

তখন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, ম্যাডাম নিজেই ফোন করে নির্বাচনে মেয়র পদে বিজয়ী হওয়ায় মনিরুল হক সাক্কুকে ফোন করেন।

Manual7 Ad Code

এদিকে সেরাতে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, সাক্কুকে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র হিসেবে পুনরায় বিজয়ী করার জন্য স্থানীয় জনগণ ও ভোটারদের ধন্যবাদ দেন খালেদা জিয়া। কুসিক নির্বাচনে সংবাদ সংগ্রহ, প্রচার ও প্রকাশের জন্য গণমাধ্যমের সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সাক্কুকেও তিনি অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

Manual6 Ad Code

বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে আরো বলা হয়, নানা প্রতিকূলতার মধ্যেও প্রচার-প্রচারণায় অংশগ্রহণকারী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ধন্যবাদ জানানো হয়।

Manual7 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code