সিলেটে ২ হাজার কেজি ভারতীয় চিনিসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৫

সিলেটে ২ হাজার কেজি ভারতীয় চিনিসহ গ্রেপ্তার ১

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় চিনিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত তানভীর আলী (২৩) শাহপরাণ থানাধীন আটগাঁও গ্রামের আহাদ আলীর ছেলে।

পুলিশ জানায়, সোমবার (২৪ মার্চ) রাতে কোতোয়ালী মডেল থানাধীন নাইওরপুল এলাকায় অভিযান চালানো হয়।

এসময় একটি ডিআই পিকআপ থেকে ৪০ বস্তায় ২ হাজার কেজি ভারতীয় চিনিসহ তানভীরকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার হওয়া চিনির বস্তার গায়ে লেখা ছিলো “MAHARASHTRA INDIA”।

জব্দকৃত চিনির আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট