কোম্পানীগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহনন, স্বামী পলাতক

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৪

কোম্পানীগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহনন, স্বামী পলাতক

সিলেটের কোম্পানীগঞ্জে বিষপানে রুবিনা বেগম (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ঘটনার পর থেকেই নিহতের স্বামী জুবের আহমদ পলাতক রয়েছেন।

কোম্পানীগঞ্জের টুকেরগাঁও গ্রামের আবুল হোসেনের বাসার ভাড়াটিয়া রুবিনা বেগম ঘরের দরজা বন্ধ করে রবিবার (৩১ মার্চ) রাত ১২টার পর যে কোন সময় বিষপান করেন।

সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঘরের দরজা না খোলায় আশপাশের ভাড়াটিয়ারা ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে অন্য ঘর দিয়ে তাঁর রুমে প্রবেশ করে তার দেহ মাটিতে পরে থাকতে দেখে দ্রুত কোম্পানীগঞ্জ হাসপাতালে নিয়ে যান।

সোমবার সকাল ৯টায় কোম্পানীগঞ্জ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত রুবিনা বেগম গোয়াইনঘাট উপজেলার রাউতগ্রামের আব্দুস সালামের মেয়ে। তার স্বামী একই উপজেলার লাবুগ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয়দের ধারণা জুবের আহমদ গরু চোর চক্রের সদস্য। পুলিশ তাঁর ভাড়াটিয়া বাসা থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান, নিহতের পরিবারকে খবর দিয়ে গোয়াইনঘাট থেকে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের স্বামীকে আটক করতে চেষ্টা চলছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট