বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন আইভী

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৬

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হয়ে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবেন ডা. সেলিনা হায়াৎ আইভী।

বৃহস্পতিবার রাতে বিজয় নিশ্চিত হওয়ার পর তিনি প্রধানমন্ত্রীকে ফোন করেন বলে আইভীর ঘনিষ্ঠজন সূত্রে জানা গেছে।

একাধিক সূত্র জানায়, বিজয় নিশ্চিত হওয়ার পর টেলিফোন করে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান ও শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চান।

শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ডা. সেলিনা হায়াৎ আইভী দেখা করবেন বলে সূত্রগুলো জানিয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। এর ফলে টানা দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জ নগরভবনের মসনদে বসার অধিকার পেলেন তিনি।

নির্বাচনে মোট ১৭৪টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন এক লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। আর বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৪ ভোট। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার এই ফল ঘোষণা করেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট