কোম্পানীগঞ্জে ৫দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২২

কোম্পানীগঞ্জে ৫দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ১০ বছরের শিশু রহমত উল্লাহর খোঁজ মিলছে না। গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফেরেনি।

নিখোঁজ রহমত উল্লাহ কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের ঢালারপাড় গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সে ঢালারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র।

শিশুটির সন্ধান না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তার মা-বাবা ও স্বজনরা। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ডায়েরি ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রহমত উল্লাহ নিজ বাড়ি থেকে খেলতে বের হয়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। আত্মীয়-স্বজনের বাড়ি ও সম্ভাব্য সব জায়গায় বহু খোঁজাখুঁজি করার পর একমাত্র সন্তানের কোনো সন্ধান না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তার মা-বাবা ও স্বজনরা।

নিখোঁজ শিশু আল-আমীনের গায়ের রং উজ্জ্বল শ্যামলা, উচ্চতা ৩ ফুট। নিখোঁজের সময় তার পরনে ছিল নীল রঙের হাফশার্ট ও নীল রঙের জিন্সপ্যান্ট।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল বলেন, থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন শিশু রহমত উল্লাহর বড় ভাই নবী হোসেন। শিশুটির সন্ধানে মাঠে কাজ করছে পুলিশ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট