সিলেটের রেজিস্টারি মাঠে বিএনপির সভামঞ্চ প্রস্তুত

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২১

সিলেটের রেজিস্টারি মাঠে বিএনপির সভামঞ্চ প্রস্তুত

সিলেটে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আলোচনা সভা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। পূর্ব নির্ধারিত সুচি অনুযায়ী বেলা ২টা থেকে এই সভা শুরু হওয়ার কথা। সভার জন্য মঞ্চ প্রস্তুত।


বিএনপি সূত্রে জানা গেছে, সিলেটমুক্ত দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভা ও গণসংগীতের আয়োজন করা হয়েছে। এতে দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

সিলেট মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনী এবং সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমানের নেতৃত্বে সম্মুখযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাস্ত করে মুক্ত হয় সিলেট অঞ্চল। এ উপলক্ষে শনিবার (১৮ ডিসেম্বর) সিলেট রেজিস্টারি মাঠে সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গঠিত সিলেট বিভাগীয় সমন্বয় কমিটির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরও জানান, সভায় বিশেষ অতিথির বক্তব্য দেবেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহবায়ক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় উদযাপন কমিটির আহবায়ক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সভার সঞ্চালনায় থাকবেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সিলেট বিভাগীয় উদযাপন কমিটির সদস্য সচিব ডা. সাখাওয়াত হোসেন জীবন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট