উৎসবমুখর পরিবেশে সিলেট চেম্বার নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ৩:২৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২১

উৎসবমুখর পরিবেশে সিলেট চেম্বার নির্বাচন সম্পন্ন

রাত ১টা পর্যন্ত
তিন শ্রেণিতে এগিয়ে ছিল সম্মিলিত ব্যবসায়ী পরিষদ

নূর আহমদ : সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বহুল প্রতীক্ষিত নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে সিলেট নগরীর ধোপাদীঘিরপারস্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এরপর শুরু হয় গণনা। সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী পরিষদ নামক দুটি সংগঠনের ব্যানারে দুটি প্যানেলে নির্বাচনে অংশ নিয়েছেন প্রার্থীরা।
ঘোষিত ফলাফলে এসোসিয়েট শ্রেণি থেকে ৬ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার রাত ১টায় প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ৪ জন এবং সিলেট ব্যবসায়ী পরিষদের ২ প্রার্থী পরিচালক হিসেবে বিজয়ী হয়েছেন। এর আগে ট্রেড গ্রুপ ও টাউন এসোসিয়েশন গ্রুপ থেকে আরো ৪টি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আরো ৪ প্রার্থী। সব মিলিয়ে রাত ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অর্ডিনারি ছাড়া ৮-২ এ এগিয়ে ছিলো সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। তবে সিলেট ব্যবসায়ী পরিষদ অর্ডিনারি শ্রেণিতে বেশ এগিয়ে রয়েছে। তবে কারা প্রেসিডিয়াম গঠন করবে অর্ডিনারি গ্রুপের ফলাফল ঘোষণার পর জানা যাবে।
শনিবার রাত ১০টার দিকে এসোসিয়েট শ্রেণির ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল। প্রাপ্ত ফলাফল অনুযায়ী এসোসিয়েট শ্রেণিতে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে নির্বাচিতরা হলেন- তাহমিন আহমদ (৬৫৭ ভোট), মুজিবুর রহমান মিন্টু (৬৫৭ ভোট), ওয়াহিদুজ্জামান চৌধুরী (৬১২ ভোট), কাজী মো. মোস্তাফিজুর রহমান (৬০৭ ভোট)। আর সিলেট ব্যবসায়ী পরিষদ থেকে নির্বাচিতরা হলেন- জিয়াউল হক (৫৭০ ভোট) এবং সানোয়ার হোসেন ছেদু (৫৪০ ভোট)। সম্মিলিত ব্যবসায়ী পরিষদের তাহমিন আহমদ ও মুজিবুর রহমান মিন্টু যুগ্মভাবে সর্বোচ্চ ভোট পেয়েছেন।
অপরদিকে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ৪ ক্যাটাগরিতেই অংশ নিচ্ছে। এর মধ্যে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ইতোপূর্বে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের ট্রেড গ্রুপ শ্রেণিতে আবু তাহের মো. শোয়েব, মো. হিজকিল গুলজার ও মো. আতিক হোসেন এবং টাউন অ্যাসোসিয়েশন শ্রেণি থেকে আমিনুর রহমান নির্বাচিত হন।
রাত ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অর্ডিনারি শ্রেণির ভোট গণনা চলছিল। তখন পর্যন্ত প্রায় দেড়শ’ ভোট গণনা বাকি ছিল বলে ভোট গণনাস্থল থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন। সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে দূর-দূরান্ত থেকে ভোটাররা সিলেটে আসেন। উৎসবমুখর ছিলো সিলেট নগরীর ধোপাদীঘিরপারস্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টার।
সিলেট চেম্বার নির্বাচনকে ঘিরে সিলেটের শীর্ষ রাজনৈতিক নেতা ও প্রবীণ ব্যবসায়ী নেতারাও দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েন। রাজনৈতিক নেতারা দুটি প্যানেলের সভা-সমাবেশে বক্তব্য রাখেন। সুন্দর পরিবেশের সাথে উত্তেজনাও ছিল ব্যবসায়ীদের নির্বাচনী এ উৎসবে।
সিলেট চেম্বারের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল এসোসিয়েট শ্রেনির ফলাফল ঘোষণাকালে বলেন, নির্বাচন সুষ্ঠু করতে তিনি প্রাণপন চেষ্টা করেছেন। তিনি বলেন, ব্যবসায়ীরা সহযোগিতা করেছেন বলেই সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট