১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২১
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৫৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৬ হাজার ৭৯৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৮৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ২৪ হাজার ৮৯০ জন।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৫৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৫৮৮ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ২৪ হাজার ৮৯০ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৫৮ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৬ হাজার ৭৯৪ জনের মৃত্যু হয়েছে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৩ হাজার ৬১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪ লাখ ৬৮ হাজার ২১১ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২২ কোটি ৩৫ লাখ ২ হাজার ৯৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৬ লাখ ১১ হাজার ৯২১ জন। বিপরীতে সেরে উঠেছেন ২০ কোটি ৫ হাজার ১০৩ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৬ হাজার ৭৯৪ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ২৪ হাজার ৮৯০ জন।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D