২ লাখ ১২ হাজার ৬১১ টাকা আয়কর দিলেন অর্থমন্ত্রী

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৬

২০১৬-১৭ অর্থবছরের জন্য ২ লাখ ১২ হাজার ৬১১ টাকা ব্যক্তিগত আয়কর দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনলাইনের মাধ্যমে আয়কর রিটার্ন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মুহিত।

অর্থমন্ত্রী জানান, গত ৯ বছরে তার ইনকাম বেড়েছে ৮৩ লাখ ৫৮ হাজার ৫০ টাকা। ২০০৮ সালে তার আয় ছিল ১ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৩৬ টাকা।

চলতি বছর তার ব্যক্তিগত আয় বৃদ্ধি পেয়ে হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪১ হাজার ৮৬ টাকা। গত বছর তিনি আয়কর দিয়েছিলেন ১ লাখ ১৭ হাজার ৫৩৩ টাকা।

উল্লেখ্য, আয়কর রির্টানের তারিখ বাড়ানো হচ্ছে না। আগামী ৩০ নভেম্বর আয়কর জমা দেয়ার শেষ দিন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট